আমার কাগজ প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচিত-সমালোচিত ক্যাসিনো কারবারিদের বিষয়ে ফের খোঁজখবর শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন তারা।
পুলিশ নিশ্চিত হয়েছে, দেশে ক্যাসিনো কারবারের প্রচলনকারী হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বেশিরভাগই জামিনে থাকা অবস্থায় দেশের বাইরে পালিয়ে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর রাজধানী ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলাগুলোর সর্বশেষ অগ্রগতি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যে যেসব মামলার তদন্ত এখনো শেষ হয়নি, তা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া তালিকাভুক্ত ক্যাসিনো কারবারিদের বিষয়ে নতুন করে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুদক।
এই ক্যাসিনো কারবার থেকেই একসময় প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে।