
আমার কাগজ ডেস্ক
দেশের স্বনামধন্য ব্যবসায়ী, বিশিষ্ট উদ্যোক্তা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও সাউথইস্ট ব্যাংক পিএলসির অন্যতম প্রতিষ্ঠাতা ফেনীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ আর নেই। তিনি আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে সিঙ্গাপুরের মাইন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আমার সম্পাদকের শোক: ফেনীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুরূপ শোক জানিয়েছেন ঢাকাস্থ ফেনী সমিতি আহবায়ক আবদুল্লাহ চৌধুরী ও সদস্য সচিব হোসেন মোঃ কাউসার।
উল্লেখ্য, দেশের স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব আজিম উদ্দিন আহমেদের জন্ম ১৯৪০ সালের ৩০ জুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাতানিয়া গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী থাকাকালীন ১৯৬০-১৯৬১ সেশনে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি ছিলেন।