স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়াতে আর মাত্র বাকি দিন দুয়েক। এর মধ্যে রাজার সিংহাসন হারালেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কুড়ি ওভারের বিশ্বকাপের আগে এই ফরম্যাটে টাইগার সাবেক অধিনায়কের রাজ্য দখল করেছে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
গতকাল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। সেই হালনাগাদের টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডারদের প্রকাশিত নতুন তালিকায় দেখা যায় ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে হটিয়ে রাজার সিংহাসন দখল করেন হাসারাঙ্গা। অন্যদিকে যুক্তরাষ্ট্র সিরিজে পারফর্ম করতে না পারায় পাঁচ পয়েন্ট কাটা পড়েছে সাকিব আল হাসানের।
বর্তমানে তার রেটিং পয়েন্ট ২২৩। এর আগে গেল সপ্তাহে প্রকাশিত হালনাগাদে সাকিবের সাথে যৌথভাবে টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাংকিংয়ে ভাগ বসিয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। যদিও গেল ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের নিয়মিত ছিলেন না টাইগারদের সাবেক এই অধিনায়ক। সবশেষ ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন তিনি।
এদিকে শুধু সাকিব নয় গতকাল আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের নতুন হালনাগাদে দেখা যায় চার ধাপ পিছিয়ে বর্তমানে ৪৫ নম্বরে অবস্থান করছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। তবে সম্প্রতি ব্যাট হাতে ধারাবাহিক ভাবে পারফর্ম করা টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৬০ নম্বরে।
ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলআইসিসিসাকিব আল হাসানশ্রীলঙ্কা ক্রিকেট দলটি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪