স্পোর্টস ডেস্ক
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চ। একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আজ। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১১টা থেকে শুরু হবে এই ড্রাফটের কার্যক্রম।
এবারের আসরে অংশ নেবে সাতটি দল। নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। আর পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।
বিপিএলের আসন্ন আসরের জন্য আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করেছিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ শ্রেণির দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ। সবমিলিয়ে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
এছাড়া ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের ৫ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। দেশি খেলোয়াড়দের মতো পারিশ্রমিক কমেছে তাদেরও। ‘এ’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার থেকে কমে হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৬০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার।
এছাড়া ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার থেকে ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার থেকে কমে ২৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।
ড্রাফটের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৩৮, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ ক্রিকেটার আছেন।