আমার কাগজ ডেস্ক
মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সান লুইস কলোরাডোর একটি বারে হামলায় ১১ জন নিহত হয়েছে। বার থেকে বের করে দেয়া এক ব্যক্তি পেট্রোল বোমা হামলা চালালে এ ঘটনা ঘটে।
সন্দেহভাজন ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বারে থাকা নারীদের অসম্মান করার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজায় এক ধরণের পেট্রোল বোমা নিক্ষেপ করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১১ জনের মধ্যে চার জন নারী রয়েছেন। আহত আরও চার নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।