
স্পোর্টস ডেস্ক
বয়স ১৪ বছর ৩২ দিন। এই বয়সেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রান করেন তিনি। এই এক ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়ে দেন তরুণ এই ব্যাটার।
অথচ খেলার সুযোগই পেতেন না বৈভব। রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন চোটে পড়ার কারণেই একাদশে সুযোগ পাচ্ছেন বিহার থেকে উঠে আসা এই বিস্ময় বালক। মূলত সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পাচ্ছেন বৈভব।
স্যামসন সুস্থ থাকলে খেলাই হতো না বৈভবের। এমনটা জানিয়েছেন রাজস্থানের পেস বোলিং কোচ শেন বন্ড। তিনি বলেন, ‘সঞ্জু ফিট থাকলে বৈভব খেলতো না।’
সেইসঙ্গে সুযোগ পাওয়ায় বৈভবকে খোলা মনে খেলার স্বাধীনতা দেওয়া হবে বলেই জানিয়েছেন বন্ড। তিনি আরও বলেন, ‘মাঠে গিয়ে যাতে নিজের মতো খেলে সেই লাইসেন্স দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সে ভালোই খেলছে।’
বন্ড বলেন, ‘আমরা যারা কোচিং দলে রয়েছি তারা অকারণে বৈভবের কাছে বিষয়টা জটিল করে দিতে চাই না। গত ম্যাচে ও ভালো খেলতে পারেনি ঠিকই। কিন্তু ওকে নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি।’
রাজস্থান বৈভবের কাছ থেকে ভয়ডরহীন খেলা চাইছে বলে জানিয়েছেন বন্ড। তিনি বলেন, ‘আমি জানি বিক্রম রাঠৌর ওর সঙ্গে ম্যাচের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন। কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটাও বৈভবকে জানিয়ে দেন। এই ম্যাচেও তাই করেছেন। তার বাইরে বলতে পারি, বৈভব খুব ভালো ছেলে। ওর ব্যাট চলুক, সেটাই সবাই চাই।’