
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ। পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরী, করোনাকালীন স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের কারণে বিশেষ অবদান রাখায় বাজিতপুর উপজেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন তিনি।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কমিটি কর্তৃক উপজেলায় ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে বিবেচিত হন ৩ নং বলিয়ার্দী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মদ।
গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) তাকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন উপজেলা শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান নির্বাচন কমিটির নেতৃবৃন্দ।
এ বিষয়ে নূর মোহাম্মদ বলেন, এ সাফল্যের অংশীদার পরিবার কল্যাণ সহকারীরা। আমার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও আপামর জনসাধারণের। আশা করি, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব।