
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সদ্য ঘোষিত বাজিতপুর পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (৬ মে) বাজিতপুর বাজারে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রানা শিকদার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তানভীরুল হক খান সোহেল, সদস্য সচিব মো. মুশফিকুর রহমান শামীম, যুগ্ম আহবায়ক মো. সবুজ মিয়া, পৌর যুবদলের সদস্য মোঃ সোহাগ, মবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার রহমান শামীম, পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। একই সাথে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিনসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তারা। এছাড়া বাজিতপুর পৌর যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল চেয়ে শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।