
বাজিতপুর প্রতিনিধি
জাতীয় মৎস সাপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্ত কর্মসূচী পালন করা হয়েছে। আজ ২৩শে আগস্ট শনিবার সকাল ১১টায় পাটুলি ঘাটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজিবী দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জি এস বদরুল আলম শিপু, আশরাফুল আলম সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি।
কিশোরগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক শ্যামল মিল্কি।
বাজিতপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।