মানবিক দৃষ্টি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে তরুণদের রক্তদানে উদ্ধুব্ধ করতে মানবিক দৃষ্টি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের ছিলিমেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
বাজিতপুর বাজারের জুম্মন হেলথ সেন্টারের সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির মাধ্যমে শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বাজিতপুর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান (সাব্বির)।
রক্তের গ্রুপ নির্ণয় করতে কেমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ফখরুন নেসা ও কনিকা আক্তার। সহযোগী ছিলেন মো. রিয়াদ মিয়া ও শিহাব।
উপস্থিত ছিলেন সংগঠনের বাজিতপুর শাখার প্রতিষ্ঠাতা মো. হানিফ সরকার, সাংগঠনিক সম্পাদক হারিস খান আরিফ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক স্বজন সাহা, বলিয়াদী ইউনিয়ন শাখার সভাপতি সাখাতুর রহমান বাহার, সাধারণ সম্পাদক মো. নয়ন শেখ, সহ-সভাপতি তামিম, শান্তানু, রূপক প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত সাংবাদিক মহিউদ্দিন লিটন, সোনালী ব্যাংক কটিয়াদী শাখার প্রিন্সিপাল অফিসার মো. জাহাঙ্গীর আলম জুয়েল, সাংবাদিক মো. ফারুক প্রমুখ।
উল্লেখ্য, সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এ সংগঠনটি রোগীদের জন্য রক্তদাতা খুঁজে পেতে সহযোগিতা করা, রক্তদানের জন্য সচেতনতা বৃদ্ধি করা, দরিদ্র ও অসহায়দের জন্য পরিকল্পনা প্রণয়ন ও সহযোগিতা প্রদান, বিভিন্ন সমাজকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা এবং ইভটিজিং ও মাদক এর বিরুদ্ধে কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।