বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে জমকালো আয়োজনে বসন্তপুর যুব সমাজের উদ্যোগে ‘ডাকবাংলো প্রিমিয়ার লীগ (ডিপিএল)’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাজিতপুর পৌর শহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে আতশবাজি ফুটিয়ে ও কেক কেটে এ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মাহবুবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আর.এন) সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ খায়রুল হাসান কাউছার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন বাজিতপুর ও নিকলী প্রতিনিধি মহিউদ্দিন লিটন, দৈনিক আমার কাগজ স্টাফ রিপোর্টার মো. ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, আসলে খেলাধূলা আমাদের উজ্জীবিত করে এবং সুস্থ রাখে। আমরা এখন মাদক-সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সুস্থ সংস্কৃতি, সাহিত্য এবং খেলাধূলার দ্বারা। এ টুর্নামেন্টের আয়োজনকে কেন্দ্র করে যে উৎসাহ ও উদ্দীপনা বসন্তপুর যুব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, আমার কাছে খুব লেগেছে। আমি আশা করছি এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ মাহবুবুল হক বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করে এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশকে জঙ্গিবাদমুক্ত ও মাদকমুক্ত করতে খেলাই একমাত্র মাধ্যম। খেলাধুলাই মাদক থেকে দূরে রাখতে পারে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি বাজিতপুর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের এডভোকেট জহির উদ্দিন মো. আজীজ খান (সাব্বির)। পুরো টুর্নামেন্টের পরিচালনা ও সঞ্চালনায় দায়িত্বে থাকবেন কিশোরগঞ্জ জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য ও কৃতি ফুটবলার মাহবুবুর রহমান।
২০ দলের অংশগ্রহণের এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বসন্তপুর লাল-সবুজ একাদশ জয় পায় রাবারকান্দি একাদশের বিপক্ষে।
টুর্নামেন্টের আয়োজক কমিটিতে আছেন-আলী রাসেল, শাহান, রোকন, খোকন, শাকিল, রাহাত, আকাশ, মোহন, রাতুল ও কাজল।