বাজিতপুর প্রতিনিধি
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজার সংলগ্ন বাঁশ মহলে দলীয় গঠনতন্ত্র ও মেয়াদ উত্তীর্ণ বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজিতপুর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এহেসান কুফিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জুর সন্তান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, সাবেক জিএস মীর জলিল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহ আলম, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক, সদস্য সচিব আনিসুর রহমান খোকনসহ উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসীম মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হলে দলের ঐক্যকে ধরে রাখতে হবে । রাজপথের লড়াকু কর্মীদের হাতে এবং জনগণের প্রত্যাশার ভিত্তিতে দলের নেতৃত্ব কায়েম করতে হবে। আওয়ামী দালাল ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অন্যতম হোতাদের দিয়ে কিশোরগঞ্জ জেলায় বিএনপির অন্যতম ঘাঁটি বাজিতপুর উপজেলা বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে কাউন্সিলের নামে কোন প্রহসনের নাটক মেনে নেওয়া হবে না। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে তারা বর্তমান আহ্বায়ক কমিটিকে লাল কার্ড প্রদর্শন করেছে।
সমাবেশে বক্তারা আরও বলেন যে গত ২০২৪ ইং সালে দলের সিদ্ধান্ত অমান্য করে বর্তমান উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে ও নির্দেশনায় পথ ভ্রষ্ট হয়ে কিছু নেতা কর্মী ২০২৪ ইং অনুষ্ঠিত বিগত আওয়ামী লীগ সরকারের পাতানো আমি- ডামি নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী বাবু সুব্রত পালের নির্বাচনে টাকা বন্টনসহ অংশগ্রহণ করে; যা দলীয় শৃংখলা ভংগের শামিল। সমাবেশ থেকে বাজিতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এর বিরুদ্ধে শাস্তিমুলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এর দাবী করা হয়। তারা আরও বলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল তার আপন ভাগিনার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে কাজ করার জন্য মনিরুজ্জামান মনিরকে নিয়ে অনেক সাধারণ নেতা কর্মীদের ভোট প্রদানে নির্দেশ প্রদান করেছেন এবং নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ডিবি প্রধান হারুন এর ক্যাশিয়ার ও নারায়ণগঞ্জ এর কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের শিষ্য আওয়ামী লীগ নেতা মোকাররম সর্দারের পক্ষে কাজ করতে নিকলী উপজেলার সাধারণ নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল।
প্রসঙ্গত ১০/০৩/ ২০২০ সালে বাজিতপুর উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়।