স্পোর্টস ডেস্ক
ইডেনে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। দুই দলের মধ্যে ম্যাচ চলাকালীন মজার এক ঘটনা ঘটে। স্মরণকালে এমন ঘটনা ক্রিকেট মাঠে ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। আউট হয়েছেন কি না, সেটা জানার জন্যই পাকিস্তান উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশের ব্যাটারকে জিজ্ঞাসা করছেন।
বাংলাদেশের ইনিংসের ৪৩তম ওভারের ঘটনা। সেই ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদির ডেলিভারি বাংলাদেশি ব্যাটার তাসকিন আহমেদের প্যাডে লেগে রিজওয়ানের হাতে যায়। শাহিন আফ্রিদি ও রিজওয়ান আউটের প্রবল আবেদন করেন। কিন্তু পাকিস্তানি অধিনায়ক বাবর আজম নিশ্চিত ছিলেন না।
আফ্রিদির বল তাসকিনের ব্যাটে লেগেছে কি না, তা নিয়ে বাবর আজম, আফ্রিদি ও রিজওয়ান আলোচনা করতে শুরু করেন। এর পরেই সবাইকে অবাক করে দিয়ে রিজওয়ান বাংলাদেশি ব্যাটার তাসকিনকেই প্রশ্ন করে বসেন, আফ্রিদির ডেলিভারি তাসকিনের ব্যাটে লেগেছে কি না।
তাসকিনও জবাব দেন রিজওয়ানকে। তিনি বলেন, বল তার ব্যাটেই লাগেনি। তাসকিনের কাছ থেকে জানার পরই পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে রিভিউ নিতে নিষেধ করেন রিজওয়ান। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী সেই দৃশ্য দেখার পরে হাসিতে ফেটে পড়েন।