আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে আজ। এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ঢাকার আশা, বৈঠক ফলপ্রসূ হবে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকের।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে থাকবেন বিক্রম মিশ্রি।
জানা গেছে, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। এ ছাড়া ঢাকার পক্ষ থেকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেয়া হতে পারে।
অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘুদের স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।
খসড়া সূচি অনুযায়ী, বিক্রম মিশ্রি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন। এরপর সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে।
পরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বিক্রম মিশ্রি। এরপর রাতেই ছেড়ে যাবেন ঢাকা।
প্রসঙ্গত, ৫ আগস্টের পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম কারও ঢাকা সফর হতে যাচ্ছে এটি। এখন দেখার বিষয় এই আয়োজন দিল্লি-ঢাকা’র সম্পর্কে ইতিবাচক কোনো আবহ তৈরি করতে পারে কি না।