
ফেনী প্রতিনিধি
চলমান ডেভিল হান্ট অভিযান চলাকালে বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর নামক স্থানে অভিযান চালিয়েছে ডিবি পুলিশের একটি বিশেষ দল। এ সময় কক্সবাজার- ফেনী গামী একটি বাসে অভিযান করে ১৪’শ পিস ইয়াবা সহ ২ নারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃত হামিদা বেগম (২৬) এর পিতার নাম মৃত নুর মোহাম্মদ, সাং-কলাতলী চন্দ্রীমা মাঠ জেলা- কক্সবাজার। অপরজন হাজেরা বেগম (৫২), স্বামী- করিম উল্যাহ, উভয় ঠিকানায় একই।
তল্লাশী চালিয়ে আটককৃতদের নিকট হতে ৭’শ পিস করে মোট ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উক্ত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।