
ফেনী প্রতিনিধি
ফেনী শহরতলীর মাথিয়ারা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাংকে গুম করার অভিযোগে রাসেল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে শিশুটি নিখোঁজ হয়। স্বজনরা মাইকিং করে খোঁজাখুঁজি চালালেও সন্ধান মেলেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে সোনালী ব্রিকসের সেপটিক ট্যাংকের পাশে মেয়েটির জামা দেখতে পান স্থানীয়রা। পরে পানিতে ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ব্রিকসফিল্ডে কর্মরত রাসেলকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা।
গ্রেফতার রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নূর নবী জানান, রাসেল প্রায় দুই বছর ধরে ওই ব্রিকস ফিল্ডে কাজ করছেন। শিশুটি পূর্ব পরিচিত ছিল। দুপুরে খাবার দেয়ার কথা বলে ব্রিকসফিল্ডে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয় বলে তিনি স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, শিশুটির মা থানায় মামলা করেছেন। রাসেলকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।