আলাউদ্দিন, ফেনী
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন (৭০) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে ও অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
শাহ জালাল রতনের ছেলে সৈকত জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কুমিল্লার ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি দৈনিক সমকাল এর নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন তিনি ডায়বেটিস, কিডনী ও ফুসফুস ক্যান্সারজনিত রোগে ভ‚গছিলেন। তাঁর মৃত্যুতে ফেনী একজন কলম সৈনিককে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়। ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শাহজালাল রতনের মৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক এমএ জাফরসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।