বরিশাল প্রতিনিধি
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিভাগের পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঝালকাঠির পরীক্ষার্থী আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যান্যরা।
এ সময় বক্তারা, প্রথম পর্বে ৩ বিভাগের ১৮ জেলায় অনুষ্ঠিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল, নির্বাচনের পর সুষ্ঠু ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা গ্রহণ, ডিভাইস ও চুক্তিমুক্ত পরীক্ষা গ্রহণ, জালিয়াতিতে জড়িত সকলের শাস্তি প্রদান ও দুর্নীতর সঙ্গে জড়িত শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবি জানান।