আমার কাগজ প্রতিনিধি
দেশের রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড একটি চুক্তি সই করেছে। রাজধানীর গুলশানে কনকর্ড পুলিশ প্লাজা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচিত হয় ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ বিমা পলিসি।
চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম ও ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর। ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. বেলায়েত হোসেন ও গার্ডিয়ান লাইফের ডিরেক্টর ডেভিড গ্রিফিথস, হেড অব মাইক্রোইনস্যুরেন্স আবদুল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শেখ রকিবুল করিম বলেন, ‘প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। গার্ডিয়ান প্রবাসী প্রহরী তাঁদের আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি তাঁদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও স্থিতিশীল করবে। এই উদ্যোগ আমাদের “সবার জন্য বিমা” লক্ষ্যকে পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অরিঞ্জয় ধর বলেন, ‘প্রবাসীরা আমাদের দেশের জন্য যে আত্মত্যাগ করেন, এই পলিসি তাঁদের সেই অবদানের প্রতি সম্মান। এটি তাঁদের পরিবারে আর্থিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা আনবে।’ বিজ্ঞপ্তি