আমার কাগজ ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় বিস্ফোরণে দেশটির ইসলামপন্থি দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর নেতা হাফিজ হামদুল্লাহসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই বিস্ফোরণটি ঘটে।
ডনের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশনে সম্প্রচারিত মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে রক্তাক্ত হামদুল্লাহ কথা বলার সময় তার পাশে দুইজন বন্দুকধারী দাঁড়িয়ে আছে।
মাস্তুংয়ের সহকারী কমিশনার আতাউল্লাহ মেমন ডনকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।
বিস্ফোরণের খবর পাওয়ার পর জিও নিউজকে জেইউআই-এফ এর মুখপাত্র আসলাম ঘুরি বলেছেন, হামদুল্লাহ আহত হয়েছেন তবে গুরুতর নয়। তিনি ঠিক আছেন। আহত হলেও পরিস্থিতি সংকটজনক নয়। তার সঙ্গে থাকা অন্যরাও সামান্য আঘাত পেয়েছেন তবে তারা ঠিক আছেন। এই মুহূর্তে কোনো গুরুতর সমস্যা নেই।’
তিনি বলেন, হামদুল্লাহ এবং অন্যরা কোয়েটা থেকে কালাতে যাচ্ছিলেন। তারা মাস্তুং অতিক্রম করার পরে ঘটনাটি ঘটে। তবে এটি আত্মঘাতী বিস্ফোরণ নাকি পরিকল্পিত বোমা হামলা তা আমরা এখনও জানি না।
বেলুচিস্তানের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী জুবায়ের জামালি ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি আহতদের সাহায্য করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, পাশাপাশি তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের নির্মূলে সম্ভাব্য সব কিছু করা হবে।
সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ঘটনার নিন্দা করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও সহায়তাকারীদের আইনের আওতায় আনতে হবে।
বিস্ফোরণের জন্য কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও এর প্রধান লক্ষ্য ছিল জেইউআই-এফ। অতীতে, আইএসকেপি খাইবার পাখতুনখোয়ার বাজাউরে জেইউআই-এফ-এর বেশ কয়েকজন স্থানীয় নেতাকে লক্ষ্যবস্তু করেছে। তাদের প্রতিবেশী আফগানিস্তানে তালেবান প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।