সিলেট প্রতিনিধি
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র, সিলেট, ২১ জুনছবি: আনিস মাহমুদ
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছেন। তিনি বলেছেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। তিনি নগরবাসীকে ভোট দিতে কেন্দ্রে আসার এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এক প্রশ্নের উত্তরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। যদি পরাজিত হই, তাহলে যিনি জয়ী হবেন, তাঁর বাড়িতে প্রথম ফুল নিয়ে যাব।’