
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মাদক) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
সোমবার ভোরে সদর ইউনিয়নের নাজিরপাড়ার জোড়া নামক সীনান্ত এলাকা থেকে এসব আইস উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান প্রবেশ করতে পারে- এমন গোপন সংবাদের খবরে বিজিবির টহল দলের সদস্যরা ওই এলাকার কেওড়া বাগানে অবস্থান নেয়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, পরে টহল দল রাতে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে নাজির পাড়ার সীমান্তের মির্জা জোড়া নামক স্থানের দিকে আসতে দেখে, সন্দেহভাজন ব্যক্তিরা নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে লুকায়িত অবস্থায় একটি পোটলার ভেতর থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
এ ঘটনায় চোরাকারবারীদেরকে শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।