ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নবীনবরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ জুন) সকাল ১০ টায় মেডিকেল কলেজের কনফারেন্স হলে অধ্যাপক মোঃ আব্দুছ ছালাম এর সভাপতিত্বে এবং প্রফেসার ডাঃ কামরুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপধাক্ষ্য ডাঃ মাহবুবুর রহমান,বিএমএ নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন কঠোর পরিশ্রম ও অধ্যবস্যায় খুলে দিবে সফলতার সকল দরজা,তাই মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, প্রাকটিক্যাল, এসাইনমেন্ট ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করার মাধ্যমে যুগোপযোগী ডাক্তার হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমএ নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ডাঃ ফজলে এলাহি খান।শিক্ষক সমিতির সভাপতি ডাঃ ইকবাল হোসেন,মেডিকেল বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হরি ভূষন সরকার,সার্জারী বিভাগের প্রধান, মুসফিক হায়দার সায়েম,কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান ডাঃ সাইফুল ইসলাম ভূঁইয়া,প্যাথলজি বিভাগের ডাঃ জামাল আহমেদ, এছাড়াও সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্ধ, শিক্ষার্থী- অভিভাবক ও মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।