
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীতে নোয়াখালী ডেন্টাল সার্জন’স ফোরাম (এনডিএসএফ) এর ১০ বছর পূর্তি উদযাপন ও সাইন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১০ টায় নোয়াখালীর গ্রীণ হল কমিউনিটি সেন্টারে কেক কেটে ফোরামের ১০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের ডেন্টাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার রায়হানুল আরেফিন এর উপস্থাপনায় ও ডাক্তার শফিক উল্যাহর সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিএসএফ জেনারেল সেক্রেটারি ডাঃ মোঃ আমিনুল ইসলাম জামিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ডাঃ মাহমুদ সাজেদিন এনডিএফ নোয়াখালী সভাপতি ডাক্তার সোহরাব ফারুকী, ডাক্তার রহিম উল্যাহ, ডাঃ বি এল নাগ ও ডাক্তার এএসএম শাকিল ফরহাদ।