
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সোনারগাঁ থানায় এ মামলা হয়। গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ১১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া ওই মামলায় আরও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।