
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় দারুল হিকমাহ্ মহিলা মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও অত্র দারুল হিকমাহ মহিলা মাদ্রাসায়, মাসব্যাপী মহিলা ইজতেমা ও কুরআন শিক্ষা প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান, আখেরি মুনাজাত ও আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের পূর্বে নবীনগর পূর্বাঞ্চলের হতদরিদ্র অসহায় কর্মহীন গরীব পরিবারকে ১২ টি ব্যাটারিচালিত অটোরিকশা ও চেয়ারম্যান নওজাত সারওয়াত ইসলামের পক্ষ থেকে মাদ্রাসায় ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ ব্যবস্থাপনা পরিচালক কে.এম. আলমগীর ইকবাল।
আজ বুধবার বিকেলে সাহারপাড় দারুল হিকমাহ্ মহিলা মাদ্রাসার প্রাঙ্গণ, উপজেলা ও পূর্ব অঞ্চল ৬ ইউনিয়নের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিগণ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্ববৃন্দের উপস্থিতিে এই ইফতার ও দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে ।
সাহারপাড় দারুল হিকমাহ্ মহিলা মাদ্রাসার সভাপতি এ.টি.এম আব্দুল্লাহ্ মাষ্টারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক কেএম মামুনুর রশিদের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন, বিএনপির প্রবীণ নেতা ও লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ ব্যবস্থাপনা পরিচালক কে.এম. আলমগীর ইকবাল ।
এছাড়াও বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব আশরাফুল আফসার, নবীনগর উপজেলা বিএনপি ‘র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজমুল করিম,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবি, লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারপার্সন ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবিকা নওজাত সারওয়াত ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এম.আর. মজিব, সাহারপাড় দারুল হিকমাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রফেসর ডাঃ আফ্রিনা বেগম সহ -এলাকার মান্যবর ব্যক্তিবর্গগণ ।
অনুষ্ঠানে কয়েক শতাদিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মোনাজাতের পর সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।