
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাফ নদী সাঁতরে কয়েকজন পাচারকারী এসব ইয়াবা বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন ইয়াবা উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল জোরদার করেন। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায় তারা। পরে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৯ প্যাকেটে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে পালংখালী সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।