![](https://amarkagoj.com/wp-content/uploads/2024/03/82fad20891b459a435072cb6a241f2d2-65e149844c362.jpg)
আমার কাগজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। দ্বিতীয় দফায় আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শপথ হবে। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনে হবে এই শপথ অনুষ্ঠান। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, আকার কেমন হচ্ছে এ বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি। শপথের জন্য কাউকে ফোন দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নেরও জবাব পাওয়া যায়নি।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মার্চ শনিবার দিবাগত রাত স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন। দেশের বাইরে অবস্থান করবেন ১৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া আগামী রবিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন (ডিসি)। এ জন্য আজ শুক্রবার দ্বিতীয় দফায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।
এ ছাড়া গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ জন নারী সদস্য শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পরই তারা সংসদে যোগ দান করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভার সম্প্রসারণ করা হতে পারে। কারণ, সংস্কৃতি বিষয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে এখন পর্যন্ত মন্ত্রী দেওয়া হয়নি।