
আমার কাগজ প্রতিনিধি
রাজধানীর ধানমন্ডি এলাকায় ছুরিকাঘাতে আইডিয়াল কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব (১৮) খুন হয়েছে। রোববার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম।
তিনি বলেন, রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাবের আমবাগানের সামনের ফুটপাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকিব। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে গ্রীন রোডের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ছিল।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা আমরা এখনো নিশ্চিত নই। ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহ রাখা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
ঢামেক মর্গে দেখা যায়, আদনান সাঈদ রাকিবের ডান কাঁধে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।