ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার রুকন (পুরুষ, মহিলা) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে ‘নোয়া’ কনভেনশন সেন্টারে দীর্ঘ ১৮ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোঃ মাছুম।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন দেশের সামগ্রিক কল্যাণের জন্য জামায়াত ও জনতার ঐক্য সময়ের দাবী,কারন বিগত স্বৈরাচার সরকার এদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে,ব্যাংক গুলো লুট করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, দেশের মানুষের ভোটাধিকার হরণ করে প্রশাসনে ব্যাপক দলীয়করণ করে এদেশের মানুষের অধিকার ভূ-লুন্টিত করেছে,তাই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আজ জনতার ঐক্য বড়ই প্রয়োজন। জনতার ঐক্যের কাছে সকল অপশক্তি পরাজিত হবে বলে দাবী করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা অঞ্চল টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নিজাম উদ্দিন ফারুক,সহকারী সেক্রেটারী ইসমাঈল হোসেন মানিক,মাওলানা দেলোয়ার হোসেন, নোয়াখালী শহর আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রমুখ।