আমার কাগজ প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার তিন বছরের শাসনামলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উঠিয়ে এনেছিলেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে আবারও তলাবিহীন করেছে।
শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণ দোয়া অনুষ্ঠানে মির্জা আব্বাস এ কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসোবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি দোয়া অংশ নিতে পারছেন না। তার পরিবর্তে মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে বিএনপির এই গণদোয়া কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ও পল্টন মডেল থানার বিপরীত পাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ধরনের সাঁজোয়া যান ছিল। তবে এই কর্মসুচিকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই তো দ্রব্যমূল্যের উর্ধগতি, মানুষের নাভিশ্বাস উঠেছে। আড়াই টাকা তেলের দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতিটি জায়গায় এর প্রভাব পড়ে।
এ দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আগে শুনতাম বর্গিরা দেশে এসে লুট করে নিয়ে চলে যেত। এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, সম্পদ বিদেশে পাচার করে দেয়। সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন।’
যারা ভাবছে বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি আজীবন টিকে থাকবে। বিএনপি মানুষের মননে–মগজে টিকে থাকবে।
বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, অন্য কোনো দলের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমন শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা সেলিম রেজা।