বিনোদন ডেস্ক
৮০-কে পেছনে ফেলে ৮১ বছরে পা রাখলেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এর মধ্যে তার অভিনয় ক্যারিয়ারই ৬০ বছরের বেশি। আর এখনও অভিনয়ে তারুণ্যে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। বিশেষ এদিনে এই অভিনেত্রী পেলেন বিশেষ উপহার। যাকে দিলারা জামান বিশেষ ‘সারপ্রাইজ’ বলেও আখ্যা দিলেন।
গুণী এই অভিনেত্রী বলেন, ‘এবার জন্মদিনে বিশেষ সারপ্রাইজ পেলাম। আর তা এল আমার মেয়েদের পক্ষ থেকে। আমার দুই মেয়ে দেশের বাইরে থাকে। দুই মেয়েকে এক সঙ্গে দেখি না, বহু বছর। কিন্তু এবার দুই মেয়ে আমার জন্মদিন ও ঈদ কাটানোর জন্য দেশে এসেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
তিনি আরও বলেন, ‘রাতে বড় মেয়ে বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটে। নাতি-নাতনিরা সবাই ছিল। সবাই মিলে খুব আনন্দ করেছি। এবার মেয়েরা আমার সঙ্গে ঈদ করবে। পরিকল্পনা আছে ঈদের পর ওদের নিয়ে ঘুরতে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি কি আছে? জানতে চাইলে বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, ‘না না, কোনো অপ্রাপ্তি নেই। এই অভিনয় দিয়েই দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। আর আমিও অভিনয়কে খুব ভালোবাসি। আমার ভেতরেও অভিনয়ের ক্ষুধাটা আছে। তাই তো এখনও অভিনয়টা করে যাচ্ছি।’