
আমার কাগজ প্রতিবেদক
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৯২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগের ও অপরজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তিকৃত ৩৯২ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন বরিশাল বিভাগে। এরপর চট্টগ্রামে ৮০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, ঢাকা উত্তর সিটিতে ২২, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, খুলনায় ২৫, রাজশাহীতে ৪১, ময়মনসিংহে ১ এবং রংপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে এডিস মশার বিস্তার বাড়ে এবং এজন্য এখন থেকেই স্থানীয় সরকার ও জনসাধারণকে সচেতন হতে হবে।