সাভার প্রতিনিধি
ছিনতাইয়ের অভিযোগে সাভারের আশুলিয়া থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে আটক করে নগদ টাকা ও মালপত্র ছিনতাই করতেন।
বৃহস্পতিবার তাদের আশুলিয়ার চারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলনকারীদের অনুসরণ করে ছিনতাই করতো তারা।
শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহ হিল কাফি। তিনি আরও বলেন, ওই ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা দুই লাখ ৬৪ হাজার টাকা, একটি ব্যক্তিগত গাড়ি, ওয়াকিটকি ও ডিবির পোশাক জব্দ করা হয়েছে।
চার ব্যক্তি হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাসুদ করিম (৫০), রবিউল করিম সুলভ (৩০), পাবনা জেলার চাটমোহর থানার আব্দুল খালেক (৩৪) ও নাছির উদ্দিন (২৯)।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ছিনতাইয়ের শিকার হন মো. ইউসুফ নামে এক ব্যক্তি। তিনি বলেন, দুপুরে চার লাখ ১৫ হাজার টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে আসা কয়েকজন লোক ডিবি পরিচয় দেয়। তাদের শরীরেও ডিবি লেখা পোশাক, ওয়্যারলেস, হ্যান্ডকাফ ও পিস্তল ছিল। এ সময় তারা জোর করে তাঁকে গাড়িতে উঠানোর চেষ্টা করে।
এ সময় ইউসুফের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। তিনি দ্রুত আশুলিয়া থানায় বিষয়টি জানান। পুলিশ চারবাগ এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা সাভার, আশুলিয়া, ধামরাই ও চন্দ্রা এলাকায় ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মূলত ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলনকারী গ্রাহকদের টার্গেট করে। পরে ওই গ্রাহককে অনুসরণের পর ছিনতাই করে থাকে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও ছিনতাই করা বাকি টাকা উদ্ধারে অভিযান হবে।