আমার কাগজ প্রতিবেদক
উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ১০ পুলিশ কর্মকর্তা। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩-এ পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মতিউর রহমান শেখ, বিশেষ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক সরদার তমিজ উদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. গোলাম রসুল, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক
এ কে এম আওলাদ হোসেন, পুলিশ টেলিকমের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আকরাম হোসেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসিব আজিজ, টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আবু নাছের মোহাম্মদ খালেদ, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. রেজাউল করিম, সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল।