সাতক্ষীরায় প্রতিনিধি
সাতক্ষীরায় বিজিবি হেডকোয়ার্টার্সের সামনে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অসীম কুমার (৪৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস(৩৬)। তারা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন প্রাইভেটের চালক রফিকুল ইসলাম সজীব। সে খুলনার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার দুজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সকাল ৭টার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টার্সের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রামভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অসীম কুমার ও তার স্ত্রী ছবি বিশ্বাসের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন প্রাইভেটকারচালক রফিকুল ইসলাম সজীব। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।