
আমার কাগজ ডেস্ক
ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় ৫১ বাংলাদেশি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর জন্য আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন পর্যটন ভিসায় মালয়েশিয়ায় এসে তারা কাজে যোগদান করবেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।
প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে ৫১ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) টার্মিনালের আগমন হলে ৬৭ জন আগত ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করা হয়। পরে ৫১ জনকে আটক করা হয়।
একেপিএস আরও জানিয়েছে, পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক-ওদিক ছোটাছুটি করছিল। আটকের পর কেউ কেউ স্বীকার করেছেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় চাকরি খোঁজা।