ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রাণ বিতরণকালে এ অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আগামী এক সপ্তাহ সাংগঠনিক সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করলেন। এ সময় তিনি বলেন এখন আমাদের মুল কাজ হল বন্যার্ত মানুষের পাশে দাড়ানো।
সকাল থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে চৌমুহনীতে এক সংক্ষিপ্ত পথসভা ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
সকাল ১১টায় চৌমুহনী পূর্ব বাজার নাপিতের পোলের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি দলীয় নেতাকর্মীদেরকে বন্যা প্লাবিত সাধারণ জনগণের পাশে দাঁড়াতে বলেন এই সময় তিনি আগামী এক সপ্তায় দলের সকল কার্যক্রম স্থগিত করে শুধুমাত্র সাধারণ জনগণের পাশে এসে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন পরে তিনি উপস্থিত বন্যার্তদের মাঝে চাল, ডাল ঔষধ সহ শুকনো খাওয়ার বিতরণ করেন।
জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এটিএম মাসুম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
লক্ষ্মীপুর জেলা জামাতের সেক্রেটারি হাফিজুল্লাহ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল।
চৌমুহনী জামাতের কর্মপরিষদ সদস্য মোফাকের নাসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা জামাতের সভাপতি মাওলানা আবু জাহেদ, চৌমুহনী শাখার সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান। সহ-সেক্রেটারি মাওলানা মোঃ নুর উদ্দিন, ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মসিউর রহমান ফাহাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related Stories
February 4, 2025 2:55 PM
February 4, 2025 2:50 PM
February 4, 2025 2:44 PM