
জামালপুর প্রতিনিধি
জামালপুর সদরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের উদ্যোগে ৬০ টি পূজামন্ডপে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে শহরের শ্রী শ্রী রাধা মোহন জিউ মন্দির প্রাঙ্গণে পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে সংসদ সদস্যের পক্ষে আনুষ্ঠানিকভাবে এসব শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক স্বীদ্বার্থ শংকর রায়।
জানা যায়, জামালপুর সদর ও পৌরসভার পূজা মন্ডপগুলোতে সর্বমোট ৬০০ টি শাড়ী ও নগদ ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।