আমার কাগজ প্রতিবেদক
রাজধানীতে সড়ক অবরোধ করে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা।
সোমবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কদম ফোয়ারা থেকে পুরানা পল্টন, দৈনিক বাংলা থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত দুই পাশের সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
এ সময় পুলিশের পক্ষ থেকে বারবার সড়ক উন্মুক্ত রাখার আহ্বান জানালো হলেও তা উপেক্ষা করেন তারা। এ সময় সড়ক দিয়ে যাতায়াতের চেষ্টা করলে সাধারণ পথচারীদের হেনস্তাও করা হয়।
গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। কর্মসূচির আজ সপ্তম দিনে প্রেসক্লাব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত উভয় পাশের রাস্তা বন্ধ রয়েছে। যানবাহনগুলো ওই পথ এড়িয়ে বিকল্প পথে চলাচল করছে।
সকাল থেকে জাতীয় প্রেসক্লাব এলাকায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা রাস্তায় অবস্থান শুরু করেন। এ অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষক নেতারা বলেন, ‘আমাদের একটাই দাবি–মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই। আজ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক রাজপথে নেমেছেন। সব স্কুলে তালা ঝুলছে। আমাদের দাবি মানা না হলে স্কুলে তালা ঝুলবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন শিক্ষকদের অসহায় আর্তনাদের দিকে তাকান।