
আমার কাগজ প্রতিনিধি
নির্বাচনে ভোট হাতে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ছাত্রদলের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার জানান, শুরুতে ব্যালট পেপার ওএমআর মেশিনে গণনা করার পরিকল্পনা ছিল। তবে এক ছাত্র সংগঠন (ছাত্রদল) অভিযোগ দেওয়ায় কমিশন ভোট ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেয়।
এর আগে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি করেন, “নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করেছে জামায়াতে ইসলামীর এক নেতার মালিকানাধীন কোম্পানি।” এ অভিযোগ ওঠার পরপরই প্রশাসন চাপের মুখে মেশিনের বদলে হাতে গণনার সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
শেখ সাদী হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘জাকসু নির্বাচনের তফসিলের পর থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা জাকসু নির্বাচনে সম্পূর্ণ প্যানেলের বিজয়ের আশা করছি। ভোটগ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জাকসু নির্বাচনের জামায়াতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে।’