খুলনা প্রতিনিধি
যশোরে নাটোরগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সিঙ্গিয়া স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয়।
এ ব্যাপারে খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি মো. ইদ্রিস আলী জানান, যশোরের সিঙ্গিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার সঙ্গে ঢাকা, বেনাপোল ও উত্তরবঙ্গসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।