
আমার কাগজ ডেস্ক
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমীর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, ডায়াবেটিস সমিতি খুলনার আজীবন সদস্য ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বৃহত্তর খুলনা সমিতি সবসময় মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজ উন্নয়নে আমাদের কার্যক্রম ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে।”
আলোচনার এক পর্যায়ে তিনি বৃহত্তর খুলনা সমিতির কার্যক্রম, কার্যবিধি এবং মানবসেবামূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। মানবিক এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ আবুল হাসান বলেন, “সমাজের এই মহৎ কাজে বৃহত্তর খুলনা সমিতির সাথে তাল মিলিয়ে আজীবন কাজ করার ইচ্ছা আমার রয়েছে।”
পরবর্তীতে তিনি প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য হিসেবে যোগদান করেন। তাকে সমিতির আজীবন সদস্যপদ নং-১৮১১ প্রদান করা হয়।
এই সৌজন্য সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানবসেবার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।