
বিনোদন ডেস্ক
‘একটা কথা বেশ কয়েক বছর ধরেই বলে আসছি এক সময় বিশ্বের উন্নত দেশের মাল্টিপ্লেক্সগুলোতে হলিউড-বলিউড সিনেমার পোস্টারের পাশে আমাদের সিনেমার পোস্টার অফিসিয়ালি থাকবে। আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার ‘‘প্রিয়তমা’’র ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাই ঘটেছে। আপনারা জানেন, আমেরিকা-কানাডায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু প্রিয়তমাও ছিল। যা বাংলা সিনেমার জন্য নতুন পথ আবিষ্কার হয়েছে। এই যাত্রা আরও অনেকদূর যাবে।’
বাংলাদেশের মাটিতে পা রেখে এভাবেই কথাগুলো বললেন দেশীয় চলচ্চিত্রের শীর্ষ চাহিদাসম্পন্ন তারকা শাকিব খান। গত ঈদের পরের দিনই যুক্তরাষ্ট্রে উড়াল দেন এই অভিনেতা। সেখানে প্রায় ৩৬ দিন অবস্থান করার পর বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম শেষ করে ১০টার কিছুক্ষণ পর তিনি বাইরে আসেন। তার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ। শাকিব খানকে স্বাগত জানাতে এয়ারপোর্টে অপেক্ষায় ছিলেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান। এ সময় তাকে একনজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছিলেন শত শত ভক্ত অনুরাগী।
শাকিব খান বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল পেরিয়ে বাইরে বের হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি প্রিয়তমা সিনেমার সাফল্যে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশে এই তারকা বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করল।
এজন্য আমি কৃতজ্ঞ সকল দর্শকের কাছে। আমার বিশ্বাস আগামীতে আমরা এমন সিনেমা উপহার দেব, যাতে শুধু বাংলাদেশেই নয় একই সময়ে বিশে^র বিভিন্ন দেশে আমাদের সিনেমা মুক্তি পাবে এবং ব্যবসায়িক সফলতা লাভ করবে। আর আমার ক্যারিয়ারে খুব শর্ট টাইমে সিনেমা নির্মিত হয়ে প্রিয়তমা এত সফলতা লাভ করেছে, যা আমার সিনেমা ক্যারিয়ারে ইতিহাস হয়ে থাকবে। সকল বাংলা ভাষাভাষী দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ।’
এ সময় নতুন কাজের বিষয়ে শাকিব খান জানান, ‘আগেও বলেছি, আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই। অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু অনেক ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আরও দুটি সিনেমা হাতে রয়েছে। আর কিছুদিন পর সব কাজের আপডেট জানাব। মাত্র তো নামলাম।’
এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ‘ভার্সেটাইল মিডিয়া’ প্রযোজিত বাংলাদেশে সিনেমাটি ২০২৩ সালের সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবে সফলতার পর বিশেষও সাম্প্রতিক সময়ের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।
সিনেমা মুক্তি উপলক্ষেই আমেরিকায় যান তিনি। সেখানে দর্শকের সঙ্গে বসে নিজের সিনেমা উপভোগ করেন এ নায়ক। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।