
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ওই অফিসে এ ঘটনা ঘটে।
এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে, ভবনের বিভিন্ন কক্ষের ভেতর ফাইলপত্র সবই অক্ষত রয়েছে। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীর কক্ষের সবকিছুই অক্ষত আছে। অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।