
কাশ্মীরে ভয়াবহ তুষারধসের পর উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত
আমার কাগজ ডেস্ক
ভারতের কাশ্মীরের গুলমার্গে ভয়াবহ তুষারঝসে একজন রুশ পর্যটক নিহত হয়েছে। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন এবং তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জলাবায়ু পরিবর্তনের ধারায় ফেব্রুয়ারির শেষের দিকে এ ধস দেখা দিয়েছে। এতে রুশ পর্যটক নিহত এবং অপর এক পর্যটক নিখোঁজ রয়েছেন। আরও তিন পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশি ওই পর্যটকের দল স্থানীয় গাইড ছাড়াই স্কি করতে গিয়েছিলেন। সেখানকার কংডুরি অঞ্চলে তুষারধসে তারা আটকা পড়েন। খবর পেয়ে সেনা ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। পরে প্রতিকূল পরিবেশের কারণে অভিযানে যোগ দেয় হেলিকপ্টারও।
প্রসঙ্গত, বিগত ৩ দিন ধরে কাশ্মীরে প্রচুর তুষারপাত চলছে, সঙ্গে চলছে প্রবল ঝড় ও। তাই পর্যটকদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারই মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে।