আমার কাগজ প্রতিবেদক
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৫ শতাংশ। শনিবার (১৫ জুলাই) করোনা শনাক্ত হয় ৩৬ জনের দেহে। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৯ শতাংশ। রোববার তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৪ শতাংশ।
এছাড়া আগের দিন করোনা আক্রান্ত হয়ে একজন মারা যান। তবে রোববার কোনো প্রাণহানি হয়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৪২৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। এরমধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যায়। এরপর গত ১৩ আগস্ট মৃতের সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর ২৮ আগস্ট মৃত্যু ১০০-এর নিচে নেমে আসে। ডেলটার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে।