আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে শীর্ষ পদে নিয়োগ দিয়েছে সরকার।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে তিন সংস্থা নিয়োগ দিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়।
পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
পৃথক আদেশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ড. একেএম আজাদুর রহমানকে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মো. আহসানুল রহমান হাবিবকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
আরেক আদেশে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।