
আমার কাগজ প্রতিবেদক
কমলাপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা রশিদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও কমলাপুর স্কুল এন্ড কলেজের সভাপতি মো. শামীম হুসাইন স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কমলাপুর স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ জনাব মোহাম্মদ বশির আহম্মেদ এর সঞ্চয়ী হিসাব নং ০২০০০০১৮৩৮২১ বিধিবহির্ভূত ভাবে বর্তমান গভর্নিং বডির অনুমোদন ব্যতীত আপনার একক সিদ্ধান্তে ব্যাংকে পত্র প্রেরণ পূর্বক বেতন-ভাতা বন্ধের নির্দেশনা প্রদান করছেন। তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসক বরাবর ২৫/০৩/২০২৫ তারিখ মোহাম্মদ বশির আহম্মেদ, সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ, কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দাখিল করেন।
জনাব মোহাম্মদ বশির আহম্মেদ, অধ্যক্ষ, কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা সাময়িক বরখাস্ত হবার পর গত ০৩/০৪/২০২৩ তারিখে বেতান-ভাতার বিষয়ে নির্দেশনা চেয়ে মহামান্য হাইকোর্টে ৫৬৩৬/২০২৩ নং রীট পিটিশন দায়ের করেন। তৎপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জনাব মাহমুদুল হক ও বিচারপতি জনাব মাহমুদ হাসান তালুকদার এর দ্বৈত বেঞ্চ রিট পিটিশন নং ৫৬৩৬/২০২৩ এর বায় এ রিট পিটিশন নং- ৩৬৫৭/২০২৫ ও ১৮৬১৬/২০১৭ এর নজির অনুসরন করার নির্দেশনা প্রদান করেন। তৎপ্রেক্ষিতে জনাব মোহাম্মদ বশির আহম্মেদ, সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ, কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকাকে, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর স্মারক নং ৭ জি-৩২০(ক-৩)২০০৬/৪৬৭৭/৫ ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড, ঢাকা এর স্মারক নং- ২২/ক/স্বী/৯৮(অংশ-১)/২৯১ এর পত্রমূলে বেতন-ভাতা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
নোটিশে বলা হয়, আপনার এহেন কর্মকান্ডের কারনে এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নেতিবাচক সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন সংবাদপত্রে আপনার ও আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে।
নোটিশে আরো বলা হয়, এমতাবস্থায় আপনার উপর আনীত উপরিউক্ত অভিযোগসমূহের ব্যাখ্যা আগামী ০৫ (পাঁচ) কার্য দিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে জমা দেওয়ার জন্য বলা হলো।