আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর ওয়ারীতে ট্রাকের ধাক্কায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক পরিছন্নতাকর্মী মো. জামাল (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) নগরীর রাজধানী সুপার মার্কেটের সামনে রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সুজন বলেন, আমার বাবা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক পরিছন্নতাকর্মী ছিলেন। রাতে রাজধানী সুপার মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।